মুকসেদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে চাঞ্চল্যকর মন্টু মোল্যা হত্যা মামলায় ১ নম্বর আসামী তপন কুমার বৈরাগী (২৭) কে গত শনিবার রাত ৯টায় ফরিদপুর জেলা শহর থেকে আটক করেছে র্যাব-১০।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের খান্দারপুর গ্রামে বসতবাড়ীর সীমানা নিয়ে নিহত মন্টু মোল্লার সাথে একই বাড়ির প্রতিবেশী সুধীর কুমার বৈরাগীদের বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে গত ১৪ এপ্রিল সুধীর কুমার বৈরাগী এবং তার লোকজন মন্টু মোল্লাকে বাড়ির ভিতরে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ও বেপোরোয়াভাবে মারধর করে গুরুতর জখম করেন। মন্টু মোল্লার আর্তচিৎকার শুনে তার আত্মীয়-স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৮ এপ্রিল সন্ধ্যায় ৬টা ৫১ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তপন কুমার বৈরাগীকে প্রধান আসামীসহ মোট ১১ জনকে আসামী করে নিহতের ছোট ভাই মিলন মোল্লা বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলার দায়েরের পর হতে আসামীগণ পলাতক রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা র্যাব-১০ এর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে গত শনিবার রাত আনুমানিক ৯টায় ফরিদপুর জেলা শহর থেকে তাকে আটক করে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। গ্রেফতারকৃত তপন কুমার বৈরাগী মুকসুদপুর উপজেলার খান্দারপাড় গ্রামের সুধীর কুমার বৈরাগীর সন্তান।
উল্লেখ্য, তপন কুমার বৈরাগী গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুলের সহকারী শিক্ষক হিসেবে চাকরিরত রয়েছেন।