মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা গত সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী উম্মে সালমা।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং সরকারী মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাসান বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন শেখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন মোল্লা। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ফাহমিদা জান্নাত। মেলায় অংশগ্রহণ করেন মুকসুদপুর সরকারী কলেজ, জলিরপাড় বঙ্গরত্ম মহাবিদ্যালয়, সরকারী সাবের মিয়া জসিমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়, কহলদিয়া উচ্চ বিদ্যালয় ও বালিয়াকান্দি হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
এরপর একই মঞ্চে মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মুকসুদপুর পৌরসভার শীতার্ত দরিদ্র মানুষের মাঝে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মুকসুদপুর পৌরসভার আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান কম্বল বিতরণ করেন।



































































