মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা : “খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ” -এই শ্লোগানের ভিত্তিতে উপজেলা পর্যায়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মুন্নি খাতুন, গোপালগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শামীম হাসান ও মুকসুদপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আফলাতুন আক্তার আসমা। এছাড়া মুকসুদপুর সদর বাজারের রেস্টুরেন্ট, হোটেল, মিষ্টান্ন ভান্ডার ও বেকারি ব্যবসায়ীগণ সেমিনারে অংশ নেন।