মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়-ক্ষতি” এই প্রতিবাদ্য বিষয়ের ভিত্তিতে মুকসুদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মুকসুদপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দীন শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডিজিএম মোঃ তুষার আহম্মেদ, মহারাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য হোসাইন আহম্মেদ কবির, মুকসুদপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মেহেদী হাসান, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ছিরু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রাজ, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি মোঃ আমোদ মোল্লা। এর পূর্বে মুকসুদপুর কেজি স্কুল মাঠে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।



































































