কাজী পাপড়ী, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব)। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক বিশ্বজিত কুমার পাল (উপসচিব)।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দীন আহম্মেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রশিক্ষক গোপালগঞ্জ এনআইএলজি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মঈনুল হোসেন। মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা এবং ১৬টি ইউনিয়নের মোট ৪০ জন গ্রামপুলিশ বাহিনীর সদস্যগণ মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য যে, একই সাথে সারাদেশে ১৫টি উপজেলায় গ্রামপুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জন্ম-মৃত্যু নিবন্ধন, জন্ম-মৃত্যু নিবন্ধনের গুরুত্ব এবং আইন ও বিধিমালার আলোকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর দায়িত্ব, জন্ম-মৃত্যু নিবন্ধনে ইউনিয়ন পরিষদ ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক স্থায়ী কমিটির দায়িত্ব এবং জন্ম-মৃত্যু নিবন্ধনে গ্রামপুলিশের ভূমিকা, গ্রামপুলিশ বাহিনীর দায়িত্ব ও কর্তব্য, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং অন্যান্য ক্ষেত্রে গ্রামপুলিশের ভূমিকা, স্থানীয় সরকার কি? স্থানীয় সরকারের বৈশিষ্ট্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা, স্থানীয় সরকার ব্যবস্থার কাঠামো এবং সরকারের মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনের সাথে এর সম্পর্ক বিষয়ে গ্রামপুলিশ বাহিনীর সদস্যগণকে মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অবহিতকরণ করা হবে।