মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ডুয়ারীডাঙ্গা গুচ্ছগ্রামের মিজানুর রহমানের বসতঘরে অজ্ঞাত স্থান থেকে গত ১৯ মার্চ গভীর রাতে আগুন লেগে তার ঘরের সবকিছু ভষ্মীভূত হয়ে যায়। এতে করে তার প্রায় ৬০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
গতকাল সোমবার বেলা ১২টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার ১০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। এছাড়াও মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে তাকে ২ বান টিন প্রদান করা হয়।



































































