আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ প্রায় সাড়ে তিন বছরের সামরিক শাসনের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে তুলে নেওয়া হয়েছে জরুরি অবস্থা। বৃহস্পতিবার দেশটির সামরিক জান্তা সরকার জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সুচি’র নেতৃত্বাধীন নির্বাচিত এনএলডি সরকারকে সরিয়ে সেনাবাহিনী দেশে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। সেই থেকেই দেশজুড়ে গৃহযুদ্ধ, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের মধ্য দিয়ে চলছিল জান্তার শাসন।
সামরিক বাহিনীর প্রধান ও বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং নতুন এই নির্বাচন তত্ত্বাবধান করবেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি। একইসঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর প্রধানের দায়িত্বও পালন করে যাবেন। নির্বাচন আয়োজনের জন্য ইতোমধ্যে তার নেতৃত্বে ১১ সদস্যের একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।
জান্তার মুখপাত্র জাও মিন তুন এক অডিও বার্তায় বলেন, “বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতির পথে এগিয়ে যেতে আমরা পার্লামেন্ট নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। সেই লক্ষ্যে বৃহস্পতিবার থেকে দেশজুড়ে জারি থাকা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে।”
তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই নির্বাচনী প্রক্রিয়া আসলে মিন অং হ্লাইংয়ের ক্ষমতা সংহত করার কৌশলমাত্র। কারণ নির্বাচন হলেও সবশেষ অবধি দেশটির শাসনক্ষমতা তার হাতেই থাকবে এমন শঙ্কা থেকেই যাচ্ছে। তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী না হলেও এমন অবস্থানে থাকবেন, যাতে সবকিছু নিয়ন্ত্রণে রাখা যায়।
প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে মিয়ানমারে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে এনএলডি বিপুল ভোটে জয়ী হলেও ফলাফল বাতিল করে সেনাবাহিনী কারচুপির অভিযোগ তোলে। এরপর অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের পাশাপাশি এনএলডির প্রায় সব শীর্ষ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। নেত্রী অং সান সুচিও এখনো বন্দি। গত বছর এনএলডির রাজনৈতিক নিবন্ধনও বাতিল করা হয়, ফলে আসন্ন নির্বাচনে দল হিসেবে এনএলডির অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকছে না।
এরই মধ্যে জান্তা সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
তবে নির্বাচন ঘিরে আস্থা কতটা তৈরি হবে- তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন রয়ে গেছে। বিশেষত, দেশে গৃহযুদ্ধ ও সহিংসতার প্রেক্ষাপটে এই নির্বাচন আদৌ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে কি না, সে নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশ্লেষকরা।