মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী দৌলতপুর ভিতরপাড়া গ্রামে মাদক বিক্রয় ও সেবনে বাধা প্রদান করলে এক অসহায় পরিবারকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
দৌলতপুর ভিতরপাড়া গ্রামের মোঃ আকবর আলীর স্ত্রী আফরোজা বেগমের চিরিরবন্দর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার আনুমানিক বেলা ১১টার দিকে তার বাড়ির সামনে মাদক সেবন ও মাদক বিক্রি করতে আসলে তাকে বাধা প্রদান করেন আফরোজা বেগম। এসময় মৃত মমতাজ আলীর ছেলে মোঃ ইমরান আলী, মোঃ জয়নালের ছেলে মোঃ সোহেল হোসেন, মোঃ নিরাশাহ এর ছেলে মোঃ সেরাজুল ইসলাম, মোঃ মোল্লা এর ছেলে মোঃ সোহাগ হোসেন, ওবায়দুল এর ছেলে মোঃ আরাফাত হোসেন, মহিদুল ইসলামের ছেলে ছাবিনূর, মোঃ লেবু এর ছেলে মাহফুজ হোসেন, মোহাম্মদ রব্বানী এর ছেলে সামিউল ইসলাম, মোঃ সামাদ এর ছেলে মমিনুল ইসলাম গং তার পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা করে বেদম মারধর এবং তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি প্রদান করে।
এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবি করেছেন ভুক্তভোগী আফরোজা বেগম।



































































