নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে মহাসড়কের ওপর বা তার পাশে চিহ্নিত সম্ভাব্য ২১৭টি পশুর হাট ইজারা প্রদান না করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, হাটের প্রবেশমুখ সড়কের বিপরীতে করতে হবে। পশুবাহি গাড়ি সবসময় মহাসড়কের বাম পাশ দিয়ে চলাচলের ব্যবস্থা করা। সড়কে শৃঙ্খলা রক্ষায় কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে কোন হাটে কোরবানির পশু যাবে এ বিষয়ে ট্রাকের সম্মুখে ব্যানার ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পণ্য ও পশুবাহি যানবাহনে বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী বহন না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। সভায় যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের সুবিধার্থে মহাসড়কের ওপর ধান, খড়, কাঠ, ইত্যাদি না শুকাতে এবং নির্মাণ সামগ্রী না রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি যানজটপ্রবণ এলাকা এড়িয়ে চলার জন্য বিকল্প সড়ক ব্যবহারে চালকদের উৎসাহ দেওয়া উচিত বলে সম্মতি দেওয়া হয়। বিআরটিএ, পুলিশ কমিশনার, সিটি করপোরেশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সওজ অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিসার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে যাত্রীসাধারনের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দ্রুত উদ্ধারের জন্য রেকার প্রস্তুত রাখা। দেশের সব বাস টার্মিনাল ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা এবং সড়কপথে চুরি, ডাকাতি, ছিনতাই,পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সায়েদাবাদ, মহাখালী, গাবতলী ও ফুলবাড়িয়া বাস টার্মিনালসহ ঢাকার বিভিন্ন স্থান থেকে ছেড়ে যাওয়া-আসা মোটরযানের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা এবং মোটরযানে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা। লক্কড়-ঝক্কড়/ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধকরণ ও মেরামতের ওয়ার্কশপসমূহে ঈদের দশ দিন আগ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত মালামাল/যাত্রী পরিবহন না করা। সড়কের উভয় পাশে অস্থায়ী/ভাসমান বাজার অপসারণ করা। নসিমন, করিমন, ইজিবাইক, ইত্যাদি থ্রি-হুইলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচল বন্ধ নিশ্চিত করা। পণ্যবাহি গাড়িতে যাত্রী পরিবহন প্রতিরোধ করা। নির্ধারিত স্থান ব্যতিত পার্কিং না করা এবং যত্রতত্র স্থানে যাত্রী উঠা-নামা না করার নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়কে ঈদের সময় ৭ দিনের জন্য উন্নয়ন কাজ বন্ধ রাখা। যানজটের সম্ভাব্য ১৪৯টি স্পটসমূহের মধ্যে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৪৯টি, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ৫৪টি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৬টি, ঢাকা-সিলেট মহাসড়কের ৪২টি, ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কের ৮টি স্পট, ঢাকা-ভাঙ্গা-বেনাপোল, ঢাকা-বরিশাল এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদ-উল-আজহার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে মনিটরিং করার জন্য হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে মনিটরিং টিম গঠন করে কার্যক্রম গ্রহণ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলা হয়েছে। সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ উপস্থিত ছিলেন।