ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
“কাবিং করব, সুন্দর জীবন গড়ব” – এ শ্লোগানের আলোকে বাংলাদেশ স্কাউটস এর রাজশাহী অঞ্চলের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা স্কাউটসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপি অষ্টম ভাঙ্গুড়া উপজেলা কাব ক্যাম্পুরী শুরু হয়েছে। দ্বিতীয় দিন গত ২৫ নভেম্বর রাত ৭টায় উপজেলা পরিষদস্থ বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী অষ্টমকাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়। এসময় বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ। অনুষ্ঠানে স্কাউটসের নীতি শিক্ষা ও কাব ক্যাম্পুরীর বাস্তবায়ন আলোকে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা শাখার সম্পাদক এনামুল হক, উপজেলা স্কাউটস সম্পাদক মোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল হাকিম, প্রধান শিক্ষক রওশন আলী, প্রধান শিক্ষক আব্দুস সবুর প্রমুখ। উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ জন কাব স্কাউটস সদস্য বিশিষ্ট মোট ২২টি দল কাব ও প্রত্যেকটিতে একজন ইউনিট লীডার কাবশিক্ষক অংশগ্রহণ করছেন।



































































