বিনোদন ডেস্ক : মোহিত সুরির পরিচালিত সদ্য বলিউডে মুক্তি পাওয়া মিউজিক্যাল রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’। এতে প্রথমবার জুটি বাঁধেন নবাগত অহন পান্ডে ও অনীত পড্ডা। মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা, ভালোবাসা আর বক্স অফিসের সাফল্য- সবই পেয়েছে।
তবে এত সাফল্যের পরও অনীত পড্ডার মনে মিশ্র অনুভূতি। ২২ বছরের এই তরুণী প্রকাশ্যে স্বীকার করেছেন, ভালোবাসার বন্যা তাকে যেমন কৃতজ্ঞ করেছে, তেমনি ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছে শঙ্কা।
মূল নায়িকা হিসেবে অনীতের ‘সাইয়ারা’ প্রথম সিনেমা। সেখানেই করেছেন বাজিমাত। মুক্তির পরপরই রাতারাতি যেন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘সাইয়ারা’র কয়েকটি স্থিরচিত্র শেয়ার করে এক দীর্ঘ আবেগময় নোট লেখেন অনীত। সেখানে স্বীকার করেছেন, সাফল্যের এ আলো তাকে যতটা আনন্দ দিয়েছে, ততটাই ভীত করেছে।
অনীত লেখেন, আমার ঘুম হারিয়ে গেছে। আপনাদের সবাইকে ভালোবাসি, যদিও ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু জানি, আমি আপনাদের জন্য গভীর ভালোবাসা অনুভব করি। এই উজাড় ভালোবাসা যেন আমার মাথায় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বুঝে উঠতে পারছি না, কীভাবে তা ফিরিয়ে দেব। সামনে কী হবে ভেবে আমি ভয় পাচ্ছি। ভয় লাগছে, আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব তো?
অনীত আরও লেখেন, আমার যা কিছু আছে, এমনকি ক্ষুদ্রতম অংশটুকুও আপনাদের জন্য উৎসর্গ করতে চাই। যদি তা আপনাদের হাসায়, কাঁদায় বা কোনো স্মৃতি মনে করিয়ে দেয়, তাহলেই যথেষ্ট। হয়তো সে কারণেই আমি এখানে আছি।
যোগ করে বলিউডের এই তরুণ তুর্কী লেখেন, আমি নিজেকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। নিখুঁত নই, তবে যা কিছু আছে, তার সবটুকু দিয়েই আপনাদের ভালোবাসব।
অনীতের এ খোলামেলা আবেগভরা পোস্ট নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। কেউ তাকে সাহস জুগিয়েছেন, কেউ আবার মন্তব্য করেছেন, আপনি যেভাবে অনুভূতি প্রকাশ করেছেন, তা সত্যিই অনন্য।
বলিউডে একেবারেই নতুন নন অনীত। একাধিক জনপ্রিয় পণ্যের মডেল হিসেবে নজর কেড়েছেন এই নবীন। কৈশোরে কয়েকটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। অভিনেত্রী ছাড়া গায়িকা, সুরকার হিসেবেও বলিউডপাড়ায় পরিচিত অনীত।
সামনে অনীতকে ওয়েব সিরিজ ‘ন্যায়’-এ দেখা যাবে। নিত্যা মেহেরা ও করণ কাপাডিয়া পরিচালিত এই সিরিজে তার সহশিল্পী ফাতিমা সানা শেখ।