নিজস্ব প্রতিবেদক : পয়ষট্টি বছরের ঊর্ধ্বে, শারীরিক অসমর্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত এবং মৃত ব্যক্তির পক্ষে আইনগত প্রতিনিধি ছাড়া সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করলো রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এ সম্পর্কিত এক একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ করবর্ষ থেকে সব সাধারণ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে। আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত পোর্টাল হলো-www.etaxnbf.gov.bd।
তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (যথাযথ সনদ দাখিল সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা এ আদেশের বাইরে থাকবেন।
আগামীকাল সোমবার থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে। বিশেষ ছাড় পাওয়া এই চার শ্রেণির বাইরে কেউ যদি অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম হন, তাহলে যুক্তিসহ আবেদন করে উপকর কমিশনারের মাধ্যমে যুগ্ম বা অতিরিক্ত কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে পেপার (কাগজে) রিটার্ন দাখিল করতে পারবেন।