ইয়ানূর রহমান : বেনাপোল সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে চার বস্তায় ৫ মণ ভায়াগ্রা পাউডারের একটি চালান জব্দ করেছে। যার আনুমানিক মূল্য ৬০ লাখ ৪৫ হাজার টাকা। গত শনিবার দুপুরে বেনাপোল বাজারের এস এ পরিবহণের সামনে পাকা রাস্তার ওপর থেকে ভায়াগ্রার এ চালানটি জব্দ করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারিরা ভ্যানযোগে ভায়াগ্রা পাউডারের বড় একটি চালান নিয়ে বেনাপোলের এস এ পরিবহণের সামনে পাকা রাস্তার ওপর আসে। এসময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চারটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ভায়াগ্রা পাউডারের বস্তাগুলি জব্দ করা হয়। ভায়াগ্রার চালানটি পাচারের উদ্দেশ্যে এস এ পরিবহণের সামনে আনা হয়েছিল।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল জোরদার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।