নিজস্ব প্রতিবেদক : পুলিশের চলমান বিশেষ অভিযানে গতকাল বুধবার সারা দিন রাজধানীসহ সারা দেশে মোট ১ হাজার ৫৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১ হাজার চারজন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৯০ জন। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য বলছে, বুধবার সারা দিন দেশব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৫৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, তিন রাউন্ড কার্তুজ, একটি স্টিলের চাপাতি, একটি ফোন্ডিং টিপচাকু ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও উল্লেখ করা হয়েছে।