স্পোর্টস ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবারও শুরু হতে যাচ্ছে আগামী শনিবার থেকে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটি গত শুক্রবার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে গত শনিবার সংঘটিত এক যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে ফের খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। প্রথমে ২৫ মে ফাইনাল হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৩ জুন নির্ধারণ করা হয়েছে। এর ফলে আইপিএল সমাপ্তির আগেই ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সাদা বলের সিরিজ শুরু হয়ে যাবে। বিরতির সময় আইপিএলের মোট ১৬টি ম্যাচ বাকি ছিল। এই সবগুলো ম্যাচ পুনঃনির্ধারিত হয়েছে। এছাড়াও গত বৃহস্পতিবার ধর্মশালায় আলোর গোলযোগের কারণে পরিত্যক্ত হওয়া পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটিও নতুন করে নির্ধারণ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী ছয়টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে- বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, আহমেদাবাদ ও মুম্বাই।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, “সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বিস্তৃত আলোচনা এবং সব পক্ষের সঙ্গে মতবিনিময়ের পর বাকি মৌসুম চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
অন্যদিকে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) যা প্রথমে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছিল এবং পরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল, সেখানেও শেষ আটটি ম্যাচ পুনঃনির্ধারণের প্রস্তুতি চলছে।
আইপিএল স্থগিত হওয়ার পর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অনেক খেলোয়াড় ভারত ছেড়ে গেলেও, অনেক বিদেশি খেলোয়াড় ও কোচ ভারতে থেকে গিয়েছিলেন। টুর্নামেন্টে শীর্ষে থাকা গুজরাট টাইটানস দলটি সাপ্তাহিক ছুটির দিনেও অনুশীলন চালিয়ে যায়।
আইপিএলে অংশ নেওয়া ১০ জন ইংলিশ ক্রিকেটারের মধ্যে ৮ জনই ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিভুক্ত। ধারণা করা হচ্ছে, তারা প্রত্যেকেই ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী আবার ভারতে ফিরে আসবেন কি না, তা ঠিক করবেন।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুরুতে ঘোষণা দিয়েছিল যে, যারা আইপিএলে অংশ নিচ্ছে তারা পুরো টুর্নামেন্টে থাকতে পারবে। এই সিদ্ধান্তের ফলে অলরাউন্ডার জ্যাকব বেটেল জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে স্কোয়াডে জায়গা পাননি। তবে এখন টুর্নামেন্ট পুনঃনির্ধারিত হওয়ায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৯ মে থেকে শুরু হতে যাওয়া তিনটি টি-টোয়েন্টি ও একদিনের সিরিজের জন্য ইংলিশ খেলোয়াড়দের ফেরত ডাকা হবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
পাকিস্তান সুপার লিগেও ছিল সাতজন ইংলিশ খেলোয়াড় এবং বেশ কিছু বিদেশি কোচ। আইপিএল বন্ধ থাকাকালীন সময়ে পিএসএলে থাকা সব বিদেশি খেলোয়াড় ও কোচরা নিজ নিজ দেশে ফিরে গেছেন।
প্রসঙ্গত, গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক প্রাণঘাতী জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এর জবাবে ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা চালায়, যার ফলে দু’দেশের মধ্যে কয়েকদিনব্যাপী গোলাগুলি ও বিমানঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।
শেষ পর্যন্ত শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি” ঘোষণার কথা জানান। এরপরই দুই পক্ষ কিছুটা পিছু হটে এবং আইপিএল ফের চালুর পরিবেশ তৈরি হয়।