নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণহানি এবং ব্যাপক হতাহতের প্রেক্ষিতে মঙ্গলবার বাংলাদেশ জুড়ে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। অসংখ্য শিশু ও একজন শিক্ষিকা নিহত হওয়ার ঘটনায় সারাদেশে নেমে এসেছে গভীর বিষাদ, নীরবতা আর শোক।
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাজধানীর সচিবালয়, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা গেছে কর্মরতদের হাতে কালো ব্যাজ। রাষ্ট্রীয়ভাবে ঘোষিত এই শোক পালনের অংশ হিসেবে সব ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যান্য মসজিদে, গির্জা, মন্দির ও প্যাগোডাতেও নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় করা হয়েছে প্রার্থনা।
গতকাল সোমবার দুপুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি চীনে তৈরি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলে সৃষ্ট অগ্নিকান্ডে শতাধিক শিক্ষার্থী হতাহত হয়। ভবনের প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার কাজও ছিল চ্যালেঞ্জিং। বিমানটি স্কুলের মাঠ ঘেঁষে ছেঁচড়ে গিয়ে ভবনের গায়ে আঘাত করে এবং মুহূর্তেই আগুনে পরিণত হয়। এরপর শুরু হয় বিভীষিকাময় মুহূর্ত-দগ্ধ শিশুদের আর্তনাদ, স্বজনদের কান্না আর নিখোঁজদের খোঁজে পাগলপ্রায় অভিভাবকদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ২৫ জনই শিশু, একজন শিক্ষিকা এবং একজন যুদ্ধবিমানটির পাইলট। গুরুতর দগ্ধ অবস্থায় রাজধানীর চারটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন। অনেকের অবস্থা সংকটাপন্ন। বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইউনাইটেড হাসপাতাল-এসব কেন্দ্রে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। শনাক্ত হওয়া মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অজ্ঞাত মরদেহের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর প্রস্তুতিও রাখা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা প্রয়োজনীয় কেস সামারি পাঠিয়েছেন।
ট্র্যাজেডির কারণে স্থগিত করা হয়েছে অনেক পূর্বঘোষিত সরকারি কর্মসূচি। “জুলাই পুনর্জাগরণ” নামের চলমান অনুষ্ঠানমালাও তিনদিনের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া মঙ্গলবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের সব পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা নির্ধারিত অনুষ্ঠানসূচি একদিন পিছিয়ে দিয়েছেন।
সকালে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। দুপুরের পর বন্ধ রাখা হয় হাইকোর্টের কার্যক্রমও। সরকারি দপ্তর থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকেও শোক জানিয়ে বিবৃতি এসেছে।
শিশুদের এমন হৃদয়বিদারক মৃত্যুতে দেশের জনমানসে এক ধরনের নিরাপত্তাহীনতা ও বিষন্নতা ছড়িয়ে পড়েছে। এই দুর্ঘটনা কেবল একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়-এটি যেনো একটি জাতির চেতনাকে আঘাত করেছে, চিরতরে হারিয়ে দিয়েছে সম্ভাবনাময় অনেক মুখ। এমন শোকের দিনে আকাশের অর্ধনমিত পতাকা যেনো প্রতিটি হৃদয়ের বিষাদগাঁথা হয়ে রইল।