ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে ফর্মে নেই পাকিস্তান ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচ জেতার পর টানা তিন ম্যাচ হেরেছে তারা। দলের এমন বাজে অবস্থায় তাদের সমালোচনায় মেতেছে সমর্থকরা। এমতাবস্থায় ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিবৃতি দিয়ে তাদের সমর্থন করার কথা জানিয়েছে তারা।
আজ এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘সাফল্য এবং পরাজয় খেলার অংশ। অধিনায়ক বাবর আজম এবং প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের জন্য দল গঠনে স্বাধীনতা ও সমর্থন দেওয়া হয়েছিল। অধিনায়ক বাবর আজম এবং টিম ম্যানেজমেন্টের পাশে আছে বোর্ড, সাবেক ক্রিকেটারদেরও পাশে থাকার আহ্বান করা হচ্ছে। ’
দলের এমন ব্যর্থতার জন্য পিসিবি মাঝপথেই কোনো সিদ্ধান্ত না নেওয়ার কথা জানিয়েছে। বিশ্বকাপ শেষ হলেই সবকিছু বিবেচনা করবে তারা। বিবৃতিতে বলা হয়, ‘দল নিয়ে পরবর্তী পদক্ষেপ টুর্নামেন্টের পরে নেওয়া হবে। বিশ্বকাপে দলের পারফরম্যান্সের ভিত্তিতে ভবিষ্যতের কথা ভেবে পাকিস্তান ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে বোর্ড নিজেদের সিদ্ধান্ত নেবে।’
হারের বৃত্তে ঘুরপাক খাওয়ার পরেও জয়ের চেষ্টা অব্যাহত রয়েছে দলের। এমনটি উল্লেখ করে বিবৃতিতে পিসিবি জানায়, ‘পিসিবির তরফ থেকে বলা সকল ভক্ত, সাবেক খেলোয়াড় এবং স্টেকহোল্ডারদের বলা হচ্ছে, তারা যেন দলের পাশে থাকে এবং একসঙ্গে পাকিস্তান দলকে উৎসাহিত করে। কারণ বাবর আজমের নেতৃত্বাধীন দলটি জয়ের ধারায় ফিরতে চেষ্টা করছে।’



































































