নিজস্ব প্রতিবেদক : কয়েকদিনের বৃষ্টির ফলে সারাদেশে গরম কমেছে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামীকাল বুধবার থেকে বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, দেশজুড়ে যে বৃষ্টিপাত হচ্ছে এটা আগামীকাল থেকে কমতে পারে। ফলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। একেবারেই ৩/৪ ডিগ্রি বাড়বে না। যেসব অঞ্চল বৃষ্টিহীন থাকবে সেসব জায়গায় জায়গায় মৃদু তাপপ্রবাহ হতে পারে।
তিনি বলেন, এখনকার মৌসুমে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হয়। সঙ্গে কালবৈশাখী ঝড়ও হয়। তাই একেবারে বৃষ্টি বন্ধ হবে না। বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে সম্ভাবনা বেশি।
এদিকে গতকাল সোমবার দেশে সর্বোচ্চ ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে রংপুরে। এছাড়া দেশের প্রতিটি বিভাগেই বৃষ্টি হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস যশোরে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মাসের শেষদিকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে। এসময় সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে।