বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের শরণখোলায় চিয়া সিড বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অগ্রদূত ক্লাব মিলনায়তনে বুধবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। লজিক প্রকল্পের সহযোগিতায় আমাল ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লজিক প্রকল্পের মনিটরিং অফিসার টিএম সেলিম। বিশেষ অতিথি ছিলেন ইউথ এনগেজমেন্ট অফিসার শাকিলা ইসলাম ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল হামিদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমাল ফাউন্ডেশনের কর্মকর্তা চিরঞ্জিত দাস, লজিক প্রকল্পের কর্মকর্তা আঃ রাজ্জাক প্রমুখ। কর্মশালায় শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের ৫০ জন কৃষক ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয়, এ বছর শরণখোলায় ২শ’ শতক জমিতে সুপার ফুড হিসেবে পরিচিত চিয়া সীড ও কিনোয়া উৎপাদন করা হয়েছে।