বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বাগেরহাট খামারবাড়ি কৃষক প্রশিক্ষণ কক্ষে এই পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আলহাজ্ব মোতাহার হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত উপ-পরিচালক রমেষ চন্দ্র ঘোষ, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত প্রমুখ।
এসময় বক্তারা তেল জাতীয় ফসল উৎপাদন করে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার জন্য সকল কৃষকদের ধন্যবাদ দিয়ে এই ধারা বৃদ্ধির আহ্বান জানান।