নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে উজবেকিস্তান। দেশটির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সেন্ট্রাল এশিয়ার পরিচালক রাষ্ট্রদূত জাভলন ভাখাবোভ এ আগ্রহ প্রকাশ করেন।
বৃহস্পতিবার তাশখন্দে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম দেশটির স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সেন্ট্রাল এশিয়ার পরিচালক রাষ্ট্রদূত জাভলন ভাখাবোভের সঙ্গে বৈঠক করেন। এসময় দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিক উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য তুলে ধরে উভয় দেশের মধ্যকার সম্পর্কের মাত্রা ও ব্যাপ্তি আরও গভীর ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনের পাশাপাশি খাদ্য ও পানি নিরাপত্তা, অভিবাসন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উভয় দেশ অভিজ্ঞতা ও বিশেষায়িত জ্ঞান বিনিময়ের মাধ্যমে উপকৃত হতে পারে।
এলক্ষ্যে বাংলাদেশের একটি উপযুক্ত গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তিনি মতামত দেন, যা দুই দেশের গবেষকদের মধ্যে গবেষণাপত্র ও তথ্য বিনিময় সহজ ও ফলপ্রসূ করবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।
পরিচালক জাভলন ভাখাবোভ তার প্রতিষ্ঠানের গঠন ও কার্যপরিধি উপস্থাপন করে মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
তিনি মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগ ও সহযোগিতা আরও অর্থবহ ও কার্যকর করতে উজবেকিস্তান সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্কের বহুমাত্রিকতা তুলে ধরে তিনি বাংলাদেশের একটি উপযুক্ত গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেন।