বরগুনা সংবাদদাতা : বরগুনার তালতলী উপজেলায় বিশুদ্ধ খাদ্য নিশ্চিতকরণ ও পরিবেশ সংরক্ষণে গত শনিবার বিকেল ৫টায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই মোবাইল কোর্ট পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ এবং পরিবেশ আদালত, আমতলী-এর স্পেশাল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। অভিযানকালে তালতলীর বিভিন্ন বাজার, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল খাদ্যদ্রব্য, অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিবেশ দূষণমূলক কর্মকান্ড পর্যবেক্ষণ করা হয়। বিধি লঙ্ঘনকারী প্রতিষ্ঠানসমূহকে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা আদায় করা হয়। এ ধরনের উদ্যোগে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেন এবং নিয়মিত মনিটরিং চালিয়ে যাওয়ার আহ্বান জানান।