বরগুনা সংবাদদাতা : ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) বরগুনা শাখার আয়োজনে গতকাল বুধবার বরগুনা শহরের কলেজ রোডে সানবীন স্কুলে দিনব্যাপী পরিবেশ বিষয়ক বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বরগুনার খাকদোন নদী ও ভাড়ানী খালের দখল এবং দূষণের চিত্র তুলে ধরে সানবীম স্কুলের শিক্ষার্থীরা। অপরদিকে “জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানি পারে জলবায়ু পরিবর্তন রুখতে” উল্লেখিত বিষয়ের উপর স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় এবং আলহাজ্ব আব্দুল করিম মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র বরগুনা শাখার আহ্বায়ক ডাক্তার আজমেরী বেগম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ সানবীম স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রতাপ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট শফিকুল ইসলাম নেছার, মোস্তাক আহমেদ, সানবীম স্কুলের অধ্যক্ষ কাজী সাজ্জাদ হোসাইন, ধরা’র কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার শাওন, বরগুনা ক্রিকেট আম্পায়ারস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হারুন অর রশিদ রিঙ্কু, ধরা’র বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ প্রমুখ।