তথ্য প্রযুক্তি ডেস্ক : অনেক কারণেই স্মার্টফোনের গতি কমে যায়। বিশেষ করে ফোন একটু পুরনো হলেই গতি কমে যায়। আবার অনেক সময় দেখা যায়, নতুন ফোনই স্লো হয়ে গেছে, কখনো কখনো হ্যাং হওয়ার ঘটনাও ঘটে। তাই ঠিকভাবে কোনো কাজই করা যায় না ফোনে।
ফোনের গতি কমে গেলে তাৎক্ষণিক আপনি কয়েকটি কাজ করতে পারেন। যেগুলো খুব সহজেই আপনাকে এই সমস্যার সমাধান দেবে। এজন্য ফোন নিয়ে সার্ভিসিং সেন্টার বা মেকানিকের কাছে যেতে হবে না। নিজেই কাজগুলো করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কী করবেন-
স্টোরেজ সেটিংসে যান
স্টোরেজ সেটিংসে গিয়ে স্টোরেজ অথবা ডিভাইস কেয়ারে ক্লিক করতে হবে। এখানে ব্যবহারকারীরা দেখতে পাবেন তাদের অ্যাপ, মিডিয়া, ডকুমেন্ট এবং cache কতটা ডেটা খরচ করছে।
অ্যাপের ক্যাশ ক্লিয়ার করুন
স্টোরেজ সেটিংসে যাওয়ার পর অ্যাপস অথবা অ্যাপ্লিকেশনে ট্যাপ করতে হবে। এবার ফোনে ইনস্টল করা সব অ্যাপের তালিকা দেখতে পাবেন ব্যবহারকারী। যে অ্যাপটি স্মার্টফোনের সবচেয়ে বেশি জায়গা জুড়ে বসে রয়েছে, সেটির উপর ট্যাপ করতে হবে। এরপর ক্লিয়ার ক্যাশের উপর ট্যাপ করতে হবে। এতে ব্যবহারকারীর পার্সোনাল ডাটার উপরেও প্রভাব পড়বে না। আর ফোনের ক্যাশও ক্লিয়ার হয়ে যাবে।
ফোন আপডেট করুন
ফোনটি আপডেট দিন। ফোন ভালোভাবে কাজ করার জন্য এটিকে আপডেট করতে হবে। আপনার ফোনটিকে নিয়মিত লেটেস্ট ফার্মওয়্যার দিয়ে আপডেট করুন। অ্যান্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেম আপগ্রেডের সঙ্গে ফোনটি শুধু নতুন ফিচারই পায় না, এটি খুব দ্রুত চলতেও শুরু করে। তাই সময়ের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত ফোন আপডেট করতে হবে।
পুরোনো অ্যাপ ডিলিট করুন
ফোনের সব অপ্রয়োজনীয় ও পুরোনো অ্যাপ সরিয়ে ফেলুন। ফোনের অনেক ধরনের সমস্যা এই একটি কাজেই সমাধান করা যায়। প্রায় সবার ফোনে ইনস্টল করা প্রতিটি অ্যাপ ফোনের মেমোরি খরচ করে এবং এর কিছু প্রসেসর ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তাই যে অ্যাপগুলি ব্যবহার করা হয় না, সেগুলো ফোন থেকে ডিলিট করে দিন। সেই সঙ্গে যেসব অ্যাপ ব্যবহার করেন সেগুলো আপডেট দিন নিয়মিত।
থার্ড পার্টি ক্লিনার অ্যাপ রাখতে পারেন
ভালোভাবে নিজের ফোন ক্লিন রাখতে চাইলে ব্যবহারকারীরা একটি থার্ড-পার্টি ক্লিনিং অ্যাপ ব্যবহার করতে পারেন। গুগল প্লে স্টোর থেকে তা ডাউনলোড করতে পারেন। এটি ব্যবহারকারীর মোবাইল থেকে জাঙ্ক ফাইল রিমুভ করে। যা র্যাম বুস্ট করে এবং ক্যাশও ক্লিয়ার করে।