নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে-এ নিয়ে আর কোনো সংশয় নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জাতিসংঘে বিএনপির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত জোরালো ছিল। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, আমাদের মধ্যে কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্সড যে ২৬ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।
তিনি আরও বলেন, গত কিছুদিন ধরে নির্বাচন বিষয়ে তিনি (ড. ইউনূস) যে অবস্থান তুলে ধরছেন, সেটি খুব স্পষ্ট। আমরা নির্বাচন ও সংস্কার-দুই বিষয়েই প্রস্তুতি নিচ্ছি।
এর আগে বক্তব্যে ড. ইউনূস বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চায়। আমরা এমন একটি প্রক্রিয়া শুরু করে দিতে চাই, যাতে ভবিষ্যৎ সরকার সংস্কার কাজ চালিয়ে যেতে পারে।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।