নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচন নিয়ে চলমান নানা জল্পনার অবসান ঘটিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর ভিন্নমত বা বক্তব্যে সরকারের অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারি মাসেই ভোট আয়োজনের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সেই মোতাবেক কাজ করছে। সরকারের ঘোষিত সময়ই অন্তর্বর্তী সরকারের অবস্থান-এ কথা জোর দিয়ে উল্লেখ করেন তিনি। নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভাজন তৈরি হলেও রিজওয়ানা হাসানের মতে, দলের হিসাব-নিকাশ এবং সরকারের অবস্থান আলাদা বিষয়। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর নিজস্ব কৌশল থাকতে পারে, কিন্তু সরকারের সিদ্ধান্ত পরিষ্কার-ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নে বিদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়নি, উপদেষ্টা পরিষদেও বিষয়টি আলোচিত হয়নি। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “রাষ্ট্রপতির ছবি সরানো বা না সরানোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।”
সাক্ষাৎকারে তিস্তা প্রকল্পের দিকেও ইঙ্গিত দেন রিজওয়ানা হাসান। তিনি জানান, আগামী জানুয়ারি থেকে চীনের সহযোগিতায় ‘তিস্তা মহাপরিকল্পনা’র কাজ শুরু হবে। নদী ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাকে প্রকল্পের মূল অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে অতীতে তিস্তা নিয়ে কোনো লিখিত চুক্তি হয়নি; বরং সেটা ছিল রাজনৈতিক একটি মৌখিক সমঝোতা।
সিলেটের সাদা পাথর লুটের প্রসঙ্গেও কঠোর অবস্থান জানান তিনি। প্রশাসনের দুর্বলতা কিংবা কারও যোগসাজশে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে উপদেষ্টা আশ্বাস দেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক দলের নানা মতামতের ভিড়ে সরকারের স্পষ্ট অবস্থান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, “সরকার কারও কথায় কাজ করে না। সরকার যা ঘোষণা দিয়েছে, সেটিই বাস্তবায়ন হবে।”



































































