ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার দুপুর ১টায় পৌরসভার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। বাজেটে উন্নয়ন খাত থেকে ৫৫ কোটি ৯০ লাখ টাকা এবং রাজস্ব খাত থেকে উপাংশ-১ এ ৪ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৩৭২ টাকা, উপাংশ-২ এ ৯৪ হাজার টাকা আয় ধরা হয়েছে। সর্বমোট ৬০ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৩৭২ টাকা। এছাড়া রাজস্ব ও উন্নয়ন প্রারম্ভিক স্থিতি ৩২ লাখ ৯২ হাজার ০১৩ টাকা। বাজেটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব, থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব, ট্যাংকলরি সমিতির সভাপতি মানিক মন্ডল, থানা ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এম এ কাইয়ুম, প্রধান নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পদস্থ পৌর কাউন্সিলরবৃন্দ, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী, সুধীজনসহ ফুলবাড়ীর প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।