মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ি থানায় প্রায় লক্ষাধিক টাকার ধান কেটে ফেলে রাখা ও কীটনাশক স্প্রে করে পাকা ইরি ধান নষ্ট করে দেওয়ার অভিযোগ দায়ের করেন মোঃ সুজন হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত আব্দুল হালিমের স্ত্রী নার্গিস আক্তারকে ১ নম্বর ও তার আত্মীয় আব্দুল জব্বারের পুত্র মোঃ হাসানুরকে ও এমদাদুল হককে ২ নাম্বার বিবাদী উল্লেখ করে মোট ৫ জনের নাম দিয়ে ও অজ্ঞাতনামা ২৫-৩০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন ফুলবাড়ী থানায়।
অভিযোগকারী ও এলাকাবাসীরা তাদের বক্তব্যে বলেন যে, নার্গিস আক্তার একজন আওয়ামী লীগের নেত্রী আর ভাগিনা হাসানুরসহ বেশকিছু লোক নিয়ে কিছুদিন আমাদের এ বলে হুমকি দেয় যে, এই জমি আমাদের। আমরা জবরদখল নিব। বর্তমানে আমি এবং আমার ভাইয়েরা এই জমিতে ইরে ধান আবাদ করেছি। কারণ এই জমি আমার পৈতৃক সূত্রে পাওয়া ও ক্রয়কৃত জমি। অভিযুক্তরা সবসময় হুমকি দিতো, যে কোন সময় ধান কেটে নিয়ে যাব অথবা কীটনাশক দিয়ে নষ্ট করে ফেলবো।
অভিযোগকারী বলেন, গত ২৫ এপ্রিল ২০২৫ আনুমানিক রাত ১ অথবা ২টার দিকে আমার জমি মনে করে পাশেই মোহাম্মদ আফজাল ও সোলাইমান বাবুর জমিতে কীটনাশক স্প্রে করে নষ্ট করে ধানের ক্ষতিসাধন করে। এই নিয়ে এলাকায় সালিশে বসলে ক্ষতিপূরণ দেওয়ার কথা স্বীকার করে বিবাদীগণ। বিবাদিগণ হাটবাজারে এই বলে বেড়াতো যে, আমাকে ও আমার ভাই জোবায়ের ও আতিয়ারকে প্রাণে মেরে ফেলবে। এরই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল দিবাগত রাত ৩টায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লাঠিসোটাসহ আমার জমিতে অনুপ্রবেশ করে। আমি দেখতে পেয়ে আমার ভাইসহ এলাকাবাসীকে ডেকে নিয়ে ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় হুমকি দিতে দিতে যায় যে, সুযোগ পাইলে আমাদেরকে প্রাণে মেরে বড় ধরনের ক্ষতিসাধন করিবে। আমরা অনেক আতঙ্কিত।
এ ব্যাপারে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল ইসলামকে অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত কৃষক ও তার ভাইয়েরা বলেন, আমরা গরীব ও অসহায়। আমরা ন্যায়বিচারের পাশাপাশি সরকারের কাছে ক্ষতিপূরণ কামনা করছি।