মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় উপজেলা পরিষদের সভাকক্ষে বুধবার বেলা ১১টায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নাঈম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিবুল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রিতা রায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, ফুলবাড়ী উপজেলা এনসিপির সমন্বয়ক ইমরান চৌধুরী নিশাত, ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্তা, ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি প্রকাশ কুমার গুপ্ত, ৭নং ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল ইসলাম মাস্টার, ৬নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ২নং আলাদিপুর চেয়ারম্যান মোঃ নাজমুস শাখির বাবুল, ৩নং কাজিহাল প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া, ৪নং বেদদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নানসহ ৬২টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, প্রতিটি পূজা মন্ডপকে ৫০০ কেজি করে ৬২টি মন্ডপকে সরকারি জি আর চাল প্রদান করা হবে।