মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর): ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে র্যালী ও আলোচনা মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবস শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের নেতৃত্বে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াজেল আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। এসময় উপজেলা প্রকৌশলী রাহেনুল ইসলাম এফ এ এম রায়হানুল ইসলাম সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুলহক,পৌর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল জব্বার মাসুদ প্রমূখ উপস্থিত ছিলেন।



































































