মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে জমির পাশে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ থাকায় প্রতিবছর আমন ও বোরো ধান থেকে বঞ্চিত হচ্ছেন বর্গাচাষি কৃষক আব্দুল জব্বার। গাছগুলো কেটে ফেলা ও ধানের ক্ষতিপূরণের দাবিতে ইউক্যালিপটাস গাছের মলিকের বিরুদ্ধে পৌরসভায় অভিযোগ দেয়া হয়েছে।
ফুলবাড়ী পৌর এলাকার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র আব্দুল জব্বার প্রায় ১০ বছর যাবৎ মিজানুর রহমান বাবুর জমি চাষ করে আসছেন। সেই জমির পাশে বুড়ি পুকুর নামে একটি পুকুর রয়েছে। সেই পুকুরের পাড়ে একই এলাকার মোস্তাকিম (মোস্তা) নামে এক ব্যক্তি জলবায়ুর জন্য সবচেয়ে বিপদজনক গাছ ইউক্যালিপটাস রোপণ করেন। সেই গাছের ছায়া, পাতা ও ডাল ভেঙ্গে জমিতে পড়ার কারণে বিগত ৫ বছর থেকে বর্গাচাষি আব্দুল জব্বার প্রায় ৬০ শতক জমিতে ধান রোপণ করেও আমন ও বোরো ফসল থেকে বঞ্চিত হচ্ছেন। এতে তিনি প্রতিবছর অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
গত ৮ মে পৌরসভায় অভিযোগে তিনি বলেন, আমার জমির পাশে এই ক্ষতিকর ইউক্যালিপটাস গাছগুলো আমার জমিতে ব্যাপক ক্ষতি সাধন করছে। তাই প্রশাসকের কাছে আবেদন যেন দ্রুত সময়ের মধ্যে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছগুলো কেটে ফেলার ব্যবস্থা গ্রহণ করেন।
তিনি বলেন, আমি একজন গরিব অসহায় কৃষক। আমন মৌসুমে ধান ঘরে তুলতে পারিনি। সরকারের কাছে আকুল আবেদন, আমি যেন কিছু ক্ষতিপূরণ পাই।