মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের হলরুমে বিকাল ৩টায় এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাফফর হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার, দিনাজপুর জেলা বিএনপির সদস্য মর্তুজা হক শাহ অষ্টিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক হীরা সরকার, যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টু, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড, শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান মোনাজসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও সাত ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। যারা রাজপথে ছিল তাদেরকে যদি মূল্যায়ন করা না হয় তাহলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মোঃ সাহাজুল ইসলাম বলেন, দলের দুর্দিনে কাজ করেছি, জেল খেটেছি। ঘরে থাকতে পারি নাই। না খেয়ে নেতাকর্মীদের খাওয়ায় সহযোগিতা করেছি। এসব কিছু বিবেচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক বিচক্ষণ নেতা সবদিক বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দিবেন। তবে দলের যাকেই ধানের শীষ প্রতীক দেয়া হোক তার জন্যই কাজ করে যাব।
ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন তার বক্তব্যে একই কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এ জেড এম রেজানুল হক বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে দিনাজপুর-৫ আসনটিকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য যা যা করার দরকার তা সকলকে নিয়ে কাজ করে যাব।