চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ফিলিস্তিনের উপর ইসরাইলি সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে এনায়েতপুর থানা ওলামা পরিষদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ওলামা পরিষদের সভাপতি আলহাজ¦ হাফেজ আব্দুর রাজ্জাক। এসময় ওলামা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. আব্দুল গফুর, উপদেষ্টা মাও. আমিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সাইদুল ইসলাম, পরিষদের সহ-সভাপতি মুফতি রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেবুর রহমান সাঈফি, আব্দুল ওয়াদুদ, সহ-সাংগঠনিক সম্পাদক এম আনোয়ার হোসেন ও সহ-প্রচার সম্পাদক ওমর ফারুক মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনের নারী-পুরুষসহ শিশুদের উপর অমানবিক হামলা ও হত্যাযজ্ঞ চলছে। এর বিরুদ্ধে মুসলিম উম্মাহকে জেগে উঠেতে হবে। অনতিবিলম্বে এ হামলা বন্ধ করতে হবে। এছাড়া ইসরাইলি পণ্য বর্জন করে মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা করতে হবে।
এদিকে এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নিতে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে জড়ো হয় বিপুল সংখ্যক মুসল্লি।



































































