ফরিদপুর প্রতিনিধি : আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ফরিদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত র্যালি হাসপাতাল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কেক কেটে নার্সিং প্রেসার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটেঙ্গল এর জন্মদিন উদযাপন করা হয়।
র্যালিতে ফরিদপুর জেনারেল হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট রোকেয়া সুলতানা, ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্স সাবিহা বেগম, জেনারেল হাসপাতালে নার্সিং সুপারভাইজার শাহনাজ বেগম, নার্সিং সুপারভাইজার ব্রেসমনি মন্ডল, সিনিয়র স্টাফ নার্স হান্না বিশ্বাস, দয়া রানী ঠাকুর, মোঃ শহিদুল ইসলাম ও পাপিয়া খাতুনসহ বিভিন্ন বিভাগে কর্মরত নার্সরা উপস্থিত ছিলেন।