ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর নগরকান্দা উপজেলা প্রশাসন ও বিএসটিআই, জেলা কার্যালয় ফরিদপুর এর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার তালমা মোড়ের মা-বাবার দোয়া বেকারিতে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানে উৎপাদিত ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে বিএসটিআই সিএম সনদ গ্রহণ ব্যতিরেকে পণ্য বিক্রয় ও বিতরণ করায় ‘বিএসটিআই আইন-২০১৮’ ৩০/৩০ ধারা মোতাবেক ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লস্করদিয়া কালিবাড়ী বাজারের এফ. এফ ফুডস প্রোডাক্টস এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন- ২০১৮ এর ২৪(৭)/৪১ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়।
নগরকান্দা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া মোবাইল কোর্টের নেতৃত্ব দেন। এসময় প্রসিকিউটর হিসেবে প্রকৌশলী মোঃ সাব্বির হোসেন পুলক, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর ও মোঃ জুবায়ের আল সিদ্দিকী, পরিদর্শক (মেট), বিএসটিআই, ফরিদপুর উপস্থিত ছিলেন।



































































