ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ লুৎফর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার স্ত্রীকেও আহত করা হয়। গুরুতর আহতাবস্থায় ওই ব্যবসায়ী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
ওই ব্যবসায়ীর স্ত্রী তাসলিমা বেগম ও পরিবারের সদস্যরা জানান, রাতে নিজ বাড়ির সামনে দোকানে ব্যবসা পরিচালনা করছিলেন মোঃ লুৎফর রহমান। এসময় স্থানীয় প্রতিপক্ষের কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে ত্রি-চক্র যান নসিমন দিয়ে দোকানের ঘরে আঘাত করে বিবাদ সৃষ্টি করে। একপর্যায়ে তারা পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করে দোকান এবং বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা লুৎফর রহমানকে নসিমনে ব্যবহৃত রডের হ্যান্ডেল ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে। এসময় ওই ব্যবসায়ীকে রক্ষা করতে গেলে তার স্ত্রীর উপরও হামলা চালিয়ে আহত করা হয় বলে জানান তিনি।
তিনি জানান, হামলাকারীরা দোকান ও বসতঘরে থাকা টিভি, ফ্রিজসহ সব ধরনের আসবাবপত্র ভাংচুর করা ছাড়াও নগদ টাকাসহ বহনযোগ্য আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।
তিনি আরো জানান, প্রতিপক্ষ আব্দুল হালিমের নির্দেশে সুজন, রাসেল, রাশেদ, নুরমনাসহ অন্তত ১৫-২০ জন হামলায় অংশ নেন। বর্তমানে তারা ফের হামলার শঙ্কায় সকলেই বাড়িঘর ফেলে হাসপাতালে অবস্থান করছেন। আহতদ্বয়ের পরিবারের অন্য সদস্যরা জানান, হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের সামনে কথা বলতে পারে না। ইতিপূর্বে তারা বিভিন্ন সময়ে হুমকি দিতো। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তারা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যানের নেতৃত্বে প্রভাব বিস্তার করতো, যার ধারাবাহিকতায় এলাকায় আধিপত্য বিস্তারেই এমন হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আহতদ্বয়ের পরিবার সুষ্ঠু ও ন্যায়বিচার কামনা করেছেন।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।