স্পোর্টস ডেস্ক : একের পর এক রেকর্ড গড়ে নিজের অধিনায়কত্বের টেস্ট ম্যাচটি জিতে নিয়েছেন উইয়ান মুলডার। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে এক ইনিংস ও ২৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৪৫৬ রানের লিড নেয় প্রোটিয়ারা। এত বেশি রান এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নামার কথা নয়। যার ফলে অলোঅন করায় জিম্বাবুয়েকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেম ২২০ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। যার ফলে এক ইনিংস ও ২৩৬ রান বাকি থাকতেই জয় তুলে নেয় প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করেছেন তাকুদজাওয়ানাসে কাইতানো ৪০, নিক ওয়েলেখ ৫৫ এবং ক্রেইগ আরভিন করেন ৪৯ রান। এছাড়া বাকি ব্যাটারদের মধ্যে ওয়েলিংটন মাসাকাদজা অপরাজিত থাকেন ১৭ রানে। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া বোলারদের মধ্যে করবিন বোস ৩৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ৩ উইকেট নেন সেনুরান মুথুসামি। ২টি নেন কোডি ইউসুফ। উইয়ান মুল্ডার নেন ১ উইকেট। ৩৬৭ রানে অপরাজিত এবং দুই ইনিংস মিলে নেন ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার এমনিতেই ওঠার কথা উইয়ান মুলডারের হাতে। দুই ম্যাচ মিলে ৫৩১ রান করার পাশাপাশি মুলডার নেন ৭ উইকেট। সিরিজ সেরার পুরস্কারের জন্য তার প্রতিদ্বন্দ্বী আর কারও হওয়ারই কথা ছিল না। এর আগে প্রথম দিন টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ‘বাজবল’ ক্রিকেট খেলে প্রথমদিনই তুলে নেয় ৪৬৫ রান। দ্বিতীয় দিন উইয়ান মুলডার ৩৬৭ রানে অপরাজিত থাকা অবস্থায় ৫ উইকেটে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।