নিজস্ব প্রতিবেদক : প্রতীক দেখে নয়, প্রার্থীর সার্বিক যোগ্যতা বিবেচনা করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির সাবেক ওই নেত্রী বলেন, মার্কা ভালো, এটা ঠিক আছে। কিন্তু প্রার্থীটাকে ভুলে গেলে চলবে না। মার্কা শুধু ছাপালেই হয় না, যোগ্য প্রার্থীও লাগে।
প্রার্থীর যোগ্যতা আছে কি না, সততা আছে কি না, সাহস আছে কি না, একলা লড়াই করার মতো নেতা কি না, সেটা দেখতে হবে। শুধু মার্কার ওপর ভর করে অনেকেই দুলতে দুলতে এদিক-ওদিক যায়। এই দুলুনি দেওয়া প্রার্থী দিয়ে কোনো কাজ হবে না।
শুক্রবার বিকেলে সরাইলের জয়ধর কান্দি এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি এলাকার রাস্তা-ঘাটের বেহাল অবস্থার কথা তুলে ধরে বলেন, নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কাজ করবেন। পাশাপাশি ভোটের আগের দিন বিকেল থেকে শুরু করে ভোটগণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।
এর আগে সন্ধ্যায় তেলিকান্দি গ্রামে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন রুমিন ফারহানা। সেখানে তিনি বলেন, আমি চাইলে মহিলা কোটায় এমপি হতে পারতাম। কিন্তু সরাসরি নির্বাচিত হলে মানুষের জন্য অনেক বেশি কাজ করা সম্ভব। সে কারণেই আমি এত কষ্ট করছি।
তিনি আরও বলেন, আমার দুইটা দোষ আছে। এক-আমি যা বলি, তাই করি। এটা অনেকের ভালো লাগে না। মানুষ চায় মিষ্টি মিষ্টি কথা, যা আমি পারিনি। আমি যতটুকু পারি, ততটুকুই বলি। আর দুই-আমি একটু রাগী মানুষ। রাগী না হলে এই দেশে কাজ করা যায় না। সেদিন যদি ধমক না দিতাম, তাহলে আমার কর্মীরা যা খুশি তাই করত। ওইদিন শুধু একটু চেহারা দেখাইছি-বলেছি, আমার চেহারা এমনও হতে পারে। বক্তব্যের সময় তিনি ছিলেন হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে জোটগত সমঝোতার কারণে আসনটি ছেড়ে দিলে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়।



































































