বিনোদন ডেস্ক : দীর্ঘদিন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করেছেন সাদিয়া জাহান প্রভা। এবার তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ ছবিতে নিরুপমার চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে শিশু নৃত্যশিল্পী হিসেবে দেশে এবং দেশের বাইরেও দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন পিউষা চৌধুরী গুনগুন। এবার তিনিও শিশুশিল্পী হিসেবে তোতনের ভূমিকায় হাজির হবেন পর্দায়।
গত ৩০ আগস্ট শনিবার গাজীপুরের হোতাপাড়ায় শুটিং স্পটে দু’জনকে শাড়ির নতুন এক লুকে হাজির হতে দেখা গেছে। তাদের মার্জিত লুক এবং সাবলিল উপস্থিতি ছিল সত্যিই অবাক হওয়ার মতো। আশা করছি, ভক্তরাও তাদের এই নতুন লুক দেখে মুগ্ধ হবেন।
সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ ছবিতে প্রভার বিপরীতে সহশিল্পী হিসেবে রয়েছেন মামনুন হাসান ইমন। ছবিটি পরিচালনা করছেন “সাদেক সিদ্দিকী”।
উল্লেখ্য যে, দু’জনেরই এটি প্রথম চলচ্চিত্র। তবে ‘দেনা পাওনা’ ছাড়াও ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’- নামের আরেকটি ছবিতেও প্রভা অভিনয় করছেন বলে জানিয়েছেন।