সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দক্ষিণ কেওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ১ বছর ধরে। দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় এ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষকের পদ শূন্য হলে একজন সহকারী শিক্ষককে ওই পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়। ওই দায়িত্ব পালন করতে গিয়ে দাপ্তরিক বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে তাদের নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। এতে বাকি শিক্ষকদের ওপর পাঠদানের বাড়তি চাপ সৃষ্টি হয়। আবার প্রধান শিক্ষক না থাকলে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণেও বাধার সম্মুখীন হয়ে থাকেন। ফলে দীর্ঘ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে।
উপজেলার কেওচিয়া ইউনিয়নে দক্ষিণ কেওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা মমতাজ বেগম জানান, তিনি গত মে ০১-০৫-২০২৪ ওই বিদ্যালয়ে যোগদান করেছেন। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় শ্রেণি পাঠদানের পাশাপাশি প্রধান শিক্ষকের সব কাজ তাকে করতে হয়। বিদ্যালয়টিতে এখন মাত্র শিক্ষক আছেন ১২ জন। অত্র বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী রয়েছে ৪৫০ জন। ফলে কোনো শিক্ষক ছুটিতে থাকলে এবং তাকে অফিসের কাজে কোথাও যেতে হলে বা ব্যস্ত থাকলে শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হয়। তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে প্রধান শিক্ষক নিয়োগের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
সচেতন অভিভাবকরা বলেন, একজন সহকারী শিক্ষক যখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকেন তখন অনেক সহকারী শিক্ষক মনস্তাত্ত্বিকভাবে তাকে মেনে নেন না। ফলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় এবং শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, এখন অনলাইন বদলি আগামী কয়েকদিনের মধ্যে চালু হবে। অফলাইন বন্ধ রয়েছে। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় (একই বিভাগের ভিতর) বদলির আবেদন নেওয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় সারা দেশেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এ সমস্যা কেটে যাবে বলে জানান তিনি।