আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। রোববার উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ পরিষ্কারের শেষ পর্যায়ে পৌঁছেছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত শুক্রবার সকাল ১০টার দিকে ভবনটি ধসে পড়ার আগে তারা ফাটলের শব্দ শুনতে পান। ঘটনাটি ঘটে করাচির দরিদ্র এলাকা লিয়াড়িতে, যা একসময় গ্যাং সহিংসতার জন্য বিখ্যাত ছিল।
সরকারি উদ্ধারকারী সংস্থা ১১২২-এর মুখপাত্র হাসসান খান বলেন, অধিকাংশ ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হয়েছে। মৃতের সংখ্যা বর্তমানে ২৭। আশা করছি, বিকেলের মধ্যেই উদ্ধার অভিযান শেষ হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটিকে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল। তবে বাসিন্দা ও বাড়ির মালিকদের অনেকে দাবি করেছেন, তারা কোনো নোটিশ পাননি।
৫৪ বছর বয়সী দেব রাজ বলেন, আমার মেয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সে খুবই সংবেদনশীল ছিল, মাত্র ছয় মাস আগে বিয়ে হয়েছিল তার। পাকিস্তানে ভবন ও ছাদ ধসের ঘটনা প্রায়ই ঘটে, যার প্রধান কারণ নিম্নমানের নির্মাণসামগ্রী ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থা। করাচি বিশেষভাবে কুখ্যাত অবৈধ নির্মাণ, পুরনো অবকাঠামো, জনসংখ্যার চাপ ও দুর্বল নিয়ম প্রয়োগের কারণে।