পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার গড়ইখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ মে খুলনার তারুণ্যের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গত রোববার সন্ধ্যায় গড়ইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগঠনের ইউনিয়ন কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান মিস্ত্রির সভাপতিত্বে ও তানভীর হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মোল্লা ইউনুস আলী, উপজেলা যুগ্ম আহ্বায়ক শামীম জোয়াদ্দার, রাজিব নেওয়াজ, উপজেলা সদস্য শংকর কুমার মন্ডল। এসময় বক্তব্য রাখেন গড়ইখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারিক মিস্ত্রি, শহিদুল মাস্টার, আবুল বাশার বাচ্চু, নাজির সরদার, হাফিজুল মাস্টার, সাহেব আলী, জিএম মোস্তাক, নজরুল সরদার, যুবদল নেতা ওবায়দুল্লাহ সরদার, শ্রমিক নেতা আব্দুল মাজেদ সরদার, আকবর আলী, অনিমেষ রায়, বাবু বিহারী, আব্দুল হান্নান গাজী, মাসুদ রানা, আমান গাইন, মুরশিদ আলম, আরিফ হোসেন, বাবুল সরদার, আজহারুল মিস্ত্রি আলতাফ সানা প্রমুখ।