পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে গত রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস কর্মসূচির ৬ জন ডিলার নির্বাচন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। সভায় পাংশা পৌরসভা এলাকার ৬টি বাজারের জন্য ৬ জন ডিলার নির্বাচন করা হয়। নির্বাচিত ওএমএস ডিলারগণ হলেন- পারনারায়ণপুর ব্রিজ সংলগ্ন বাজারে জহুরা খাতুন ফুলি, মৈশালা বাসস্ট্যান্ড বাজারে মোঃ শরিফুল ইসলাম, পাংশা নতুন বাজারে মোঃ শফিউল্লাহ, পাংশা পুরাতন বাজারে আব্দুল আল মামুন, পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ড বাজারে খোকন মিয়া ও বারেক মোড় বাজারে মোঃ ইউসুফ আলী মন্ডল। উল্লেখিত ৬টি স্থানে ডিলার নিয়োগের জন্য মোট ৪৮ জন আবেদন করেন। এদের মধ্যে ৪২ জন তাদের আবেদনপত্র প্রত্যাহার করে নেন। উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা উল্লেখিত ৬ জনকে নির্বাচিত ডিলার হিসেবে ঘোষণা দেন। সভায় অন্যান্যদের মধ্যে পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এ.কে.এম শাহনেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আসলাম হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা আক্তার নিপা, পাংশা মডেল থানার এএসআই রাজু, ওসিএলএসডি ডি.এম রফিকুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওয়াজেদ আলী, সিরাজুল ইসলাম পেনু, কায়সার আলী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ডিলার নিয়োগের জন্য আবেদনকারীগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।