পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা সীমান্তে ১৪ বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে। বিজিবি প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার ভোরবেলা পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার সুবেদার আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করে ; যার সিজার মূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।