পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস (১০) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরে তার বাবারও মৃত্যু হয়। গত শনিবার সকালে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের শহিদ সিদ্দিক প্রতাপ সেতুর উপর ঘটনাটি ঘটেছে।
জানা যায়, মোটরসাইকেল আরোহী শাহীন আলম (৩৮), স্ত্রী শান্তনা আক্তার (৩০) ও ছোটকন্যা লামিয়া জান্নাত (৪) কে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে পরে মোটরসাইকেল আরোহী শাহীনও মারা যান। নিহতদের বাড়ি জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামে। পত্নীতলা থানা ওসি সেলিম রেজা উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



































































