পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নওগাঁর নজিপুর সরকারি কলেজ ছাত্রদল। গতকাল রবিবার বেলা ১২টার দিকে নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। পরে নজিপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো কলেজের শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলটিতে কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু হুরায়রা বিল্লার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সনি ইসলাম বাপ্পি, ছাত্রনেতা মাহমুদুল, সাকিব, হাবিবুর, রাজু, মেহেরাব, মশিউর প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এতে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি, ৬ ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচির ঘোষণা করা হয়েছে।



































































