পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়ায় পাহাড়ি সন্ত্রাস বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে ‘পাহাড়ি সন্ত্রাস’, ‘হত্যা’ ও ‘মুক্তিপণ’-এর অভিযোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এজে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবদল নেতা এম. মাইমুনুল ইসলাম মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মুঃ জায়েদ নাজমুন্ নুর। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী আবদুস সালাম, সাংবাদিক আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শওকত আলী, নাসিরুদ্দিন, কামাল, হারুনুর রশিদ, রাসেল রাকিব, আবু জাফর, মনসুর, খোরশেদ, সাগর, শাকিব, রবি প্রমুখ। পাহাড় ঘেঁষা হাইদগাঁওসহ বিভিন্ন ইউনিয়নে সম্প্রতি চাঁদাবাজি, অপহরণ ও সহিংসতার অভিযোগ ব্যাপকভাবে উঠেছে। পটিয়া থানার ওসি জায়েদ নুর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।