পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিতে হবে।
গত শুক্রবার বিকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে আনারকলি স্টেডিয়ামে হাইদগাঁও প্রিমিয়ার লীগ-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ জে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম মাইমুনুল ইসলাম মামুন এসব কথা বলেন। বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ আরিফ মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জসিম উদ্দিন, আবুল হোসেন, শাহাদাত হোসেন, ঠিকাদার জহির আহমদ, জিন্নাতুর রহমান, মোঃ মামুন, নুরুল আকতার, প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মামুনুর রশিদ মামুন শেখ, ইউপি সদস্য রাসুলে হাদ্দাস, তানবির, আদনান, সিফাত, আনিসুল ইসলামসহ আরো অনেকেই।



































































