নিজস্ব প্রতিবেদক
গত রবিবার প্রাথমিক বিদ্যালয়ে চলমান উন্নয়ন কাজ পরিদর্শনের অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান নৈরপুকুর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ পরিদর্শন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক সৈয়দা মাহফুজা বেগম। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ভূঁইয়া, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, সিরাজদিখান উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, টঙ্গীবাড়ী উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা, সহকারী মুন্সীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, সহকারী মুন্সীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সানজিদা শিল্পী। এছাড়া আরো উপস্থিত ছিলেন নৈরপুকুর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা চৌধুরী।



































































