নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে, যত ঝড়-ঝাপ্টা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।”
রাজধানীতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বুধবার বিকেলে এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন- সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর থেকে, বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এআই ছবি-ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে, যেন ছড়াতে না পারে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, কীভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কী করতে হবে- এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।”
শফিকুল আলম আরও জানিয়েছেন, “নির্বাচন কমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আরও বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি বা ভিডিও তৈরি করা এবং তা যেন খুব দ্রুত ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আসে, সেই নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সবাই যেন এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রস্তুত হতে পারে, সেই উদ্দেশ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, “নির্বাচনকে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে। ভোটের নিয়ম-কানুন, ভোটকেন্দ্রে করণীয়, কোনো গোলযোগ দেখা দিলে কীভাবে ব্যবস্থা নিতে হবে-এসব বিষয়ে সবাইকে অবহিত করতে হবে।”
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যেন নির্বাচন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে টিভিসি, ডকুমেন্টারি ও অন্যান্য ভিডিও কনটেন্ট দ্রুত তৈরি করে ইউটিউব ও সামাজিক মাধ্যমে প্রচার করে। এতে জনগণ সচেতন হবে এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণে সহায়তা পাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা-যোগ করেন প্রেস সচিব।



































































